ভাতার: ভাতারের নীলডাঙ্গা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত দুই যুবক, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
ভাতারের নীলডাঙ্গা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত দুই যুবক, এলাকায় ব্যাপক চাঞ্চল্য, মৃত পরিবারের লোকজন শুক্রবার ১:৩০ মিনিটে দেহ ময়না তদন্তে জন্য ভাতার থানায় দ্বারস্থ হলেন। পূর্ব বর্ধমানের ভাতারের নরজা কামারপাড়া রোডের নীলডাঙ্গা সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। মৃতদের নাম সুদীপ দাস বয়স ১৯ বছর, জিৎ মহলি বয়স কুড়ি বছর । তাদের বাড়ি ভাতারের খুড়ুল গ্রামে ।