স্বরূপনগর: কৈজুরী মাঝের পাড়া এলাকায় সাপের ছোবলে মৃত গৃহবধূর
স্বরূপনগর ব্লকের কৈজুরি গ্রাম পঞ্চায়েত এলাকার কৈজুরী মাঝের পাড়ায় গতকাল রাত্রে বছর ৪৪ এর এক গৃহবধূ সর্প আঘাতে মৃত্যু হলো |স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত ন'টা নাগাদ প্রতিদিনের মতো ঘুমানোর জন্য যখন ঘরের মধ্যে ঢুকে ঠিক সেই সময়ই চিৎকার চেচামেচি করতে করতে ঘর থেকে বাইরে আসে |বাড়ির অন্য সদস্যরা ছুটে আসে বুঝতে পারে তাকে কিছুতে দংশন করেছে | সাথে সাথে এলাকায় এক ওঝার কাছে নিয়ে যায় ,ওঝা তার কেরামতি শেষে তাকে অন্যত্র যাওয়ার পরামর্শ দেয় | নিয়ে আসে পরিবারে