হুড়া: রক্তের ঘাটতি মেটাতে নোয়াডি সার্বজনীন কালিপূজা কমিটির রক্তদান শিবির,উপস্থিত BDO
Hura, Purulia | Oct 22, 2025 রক্তের ঘাটতি মেটাতে কালিপূজা কমিটির রক্তদান শিবির হুড়ায়।বুধবার দুপুর ২ টার সময় হুড়া ব্লকের মাগুড়িয়া লালপুর পঞ্চায়েতের অন্তর্গত নোয়াডি সার্বজনীন কালীপূজো কমিটির উদ্যোগে রক্ত দান শিবির অনুষ্ঠিত হল।এইদিন কমিটির মোট ৩৫ জন রক্তদান করেন।এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় আরিকুল ইসলাম।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।