নাকাশিপাড়া: বেথুয়াডহরী থানা রোড পাড়ার অধিবাসীবৃন্দের পুজো ৫৬ তম বর্ষ পদার্পণ করল বাজেট ৪ লক্ষ টাকা
নাকাশিপাড়া এবছর মোট পূজো প্রায় 300 টি ।তার মধ্যে 159 টি অনুদান রাজ্য সরকারের তহবিল থেকে। তার মধ্যে বেথুয়াডহরীর থানার পাড়া অধিবাসীবৃন্দের পুজোর অন্যতম। এবছর ৫৬ তম বর্ষ পদার্পণ করলো ।পূজোর বাজেট সাড়ে চার লক্ষ টাকা । মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের অনুদানের এক লক্ষ ১০০০০ টাকা তারা পেয়েছেন। সারাদিন বৃষ্টির পরেও দর্শকদের ঢল নেমেছে রাত্রি বেলায়। তিন দিন ধরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, অষ্টমীতে মহা ভোগের আয়োজন।