সারা রাজ্যের মত গোসাবাতেও এস আই আরের কাজ শুরু হয়েছে। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনামুরেশন ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সেভাবে কাজ না হলেও বুধবার সকাল থেকে গোসাবা ব্লকের বাড়ি বাড়ি ঘুরে এই এনাবুরেশান ফর্ম বিতরণ করেন,
গোসাবা: মঙ্গলবার এর মতো বুধবার সকাল থেকেও এসআইআর এর কাজ শুরু হল গোসাবা ব্লকে - Gosaba News