দুই ছেলের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে সুদূর সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন পিয়ার আলি শেখ। কিন্তু সেই স্বপ্নই এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ভেঙে চুরমার হয়ে গেল। সৌদি আরবের রিয়াধ সংলগ্ন তামিম শহরে কাজ করার সময় ঘাতক পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় ভরতপুর থানার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা বছর ৩৫-এর পিয়ার আলির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে বাগানে জল দেওয়ার সময় একটি ব্যারিকেড সরাতে গেলে দ্রুতগতির গাড়ি তাঁকে ধাক্কা মারে।