ময়ূরেশ্বর ২: ছামনা গ্রামে SIR সংক্রান্ত বিষয়ে বিশেষ আলোচনা করলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কনভেনার
ছামনা গ্রামে SIR সংক্রান্ত বিষয়ে বিশেষ আলোচনা করলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কনভেনার প্রমদ রায়। ইতিমধ্যেই বাড়িতে বাড়িতে SIR সংক্রান্ত ফ্রম বিলি করতে শুরু করেছে BLO রা, তবে এই SIR নিয়েই আতঙ্কে আছে বহু মানুষ, কেনোনা অনেকেই ভাবছেন তাদের যদি কোন রকমের নাম বাদ যায় তাহলে তারা কোথায় ছুটে যাবে। তবে আতঙ্কিত মানুষদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি SIR সংক্রান্ত বিভিন্ন তথ্য সকলের সামনে তুলে ধরলেন ময়ূরেশ্বর দুই ব্লকের তৃণমূল নেতা।