নাকাশিপাড়া: কঠোর পুলিশের নিরাপত্তায় বেথুয়া ডহরি তে দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বের হলো
দুর্গাপূজা ২০২৫ এর সমাপ্ত হয়েছে বিজয়া দশমীর সিঁদুর খেলা দিয়ে ।তারপর সন্ধ্যে থেকে বেথুয়াডহরি তে প্রায় পঞ্চাশটির কাছাকাছি প্রতিমা নিরঞ্জন এর শোভাযাত্রা বের হয়। কঠোর পুলিশী প্রশাসনের নিরাপত্তায় এই শোভাযাত্রা সুশৃংখলভাবে সুন্দরভাবে সংঘটিত হয়। উপস্থিত ছিলেন নদীয়া পুলিশের অ্যাডিশনাল এসপি, ডিএসপি ডিএনটি ,নাকাশিপাড়া ট্রাফিক এবং নাকাশী পাড়া থানার আইসি সহ সমস্ত স্তরে পুলিশ কর্মীগণ।নিরলস অক্লান্ত পরিশ্রমে তাদের এই সুশৃংখলভাবে শোভাযাত্রাটি সম্পন্ন হয়।