উদয়পুর: করবুক মহকুমা অন্তর্গত রামচন্দ্র পাড়াতে TW ডিপার্টমেন্ট উদ্যোগে মাল্টিপারপাস সেন্টার উদ্বোধন মন্ত্রীর হাত ধরে
Udaipur, Gomati | Sep 15, 2025 করবুক মহকুমা অন্তর্গত করবুক ব্লকে রামচন্দ্র পাড়াতে TW( TRP and PTG ) department উদ্যোগে মাল্টিপারপাস সেন্টার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেছেন: শুক্লচরণ নোয়াটিয়া, মাননীয় সমবায় মন্ত্রী, টিডব্লিউ (টিআরপি এবং পিটিজি) সংখ্যালঘু কল্যাণ বিভাগ, ত্রিপুরা সরকার প্রণব ত্রিপুরা, বিএসি ভাইস-চেয়ারম্যান কবুকর আর ডি ব্লক , ডঃ কে. শশীকুমার, আই.এফ.এস সচিব। টিডব্লিউ (টিআরপি এবং পিটিজি) বিভাগ কেশব কর, টিসিএস, এসএসজি, পরিচালক টিডব্লিউ (টিআরপি এবং পিটিজি) বিভাগ।