এগরা ১: আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বাস্তবায়ন করতে এগরার BDO অফিসে বিশেষ আলোচনা সভা
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের শুরু করতে চলেছে এক যুগান্তকারি কর্মসূচি "আমাদের পাড়া, আমাদের সমাধান"। এই কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যেআজ এগরা-১নং ব্লক অফিসে (BDO) সমস্ত স্তরের জনপ্রতিনিধি দের নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠকে হলো আজ দুপুরে।