স্বরূপনগর: গোবরা গ্রামে ৪৫ নম্বর বুথে ১৩০ ফুট ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা হলো ,
দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে " আমাদের পাড়া- আমাদের সমাধান " কর্মসূচি |এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা তিনটে বুথের মানুষ একটি ক্যাম্পে যেয়ে তারা তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য আবেদন করছে নির্ধারিত শিবিরে |কর্মসূচি এখনো শেষ হয়নি তার মধ্যে স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গোবরা গ্রামে ৪৫ নম্বর বুথে ১৩০ ফুট এলাকা জুড়ে স্থানীয়দের সিদ্ধান্তের মান্যতা দিয়ে ঢালাই রাস্তার কাজ শুরু হল আজ সকাল 11 টায় । এসময় উপস্থিত