নাকাশিপাড়া: মুড়াগাছায় প্রাক্তন সমর সৈনিকের বাড়ি থেকে উদ্ধার হল চন্দ্রবোড়া সাপ।
মুড়াগাছায় প্রাক্তন সমর সৈনিকের বাড়ি থেকে উদ্ধার হল চন্দ্রবোড়া ।ঘটনাটি নাকাশিপাড়া মুড়াগাছায়। প্রাক্তন সমর সৈনিক আশীষ দাসের বাড়িতে একটি বিষধর চন্দ্রবোড়া সাপ দেখতে পায় প্রথমচিৎকার করে এবং কুকুরটি চারটি কে চিনিয়ে দেয়, এরপর বন দপ্তরের কর্মী রাকেশ চৌধুরী ও এনজিওর বিদ্যূৎ পাঞ্জাই সাপটিৎউদ্ধার করেন।