বর্ধমান ১: উক্তা গ্রামে গরুর খড় কাটার জন্য পালুই থেকে খড় বের করতে গিয়ে বিষধর সাপের কামড়ে মৃত এক
গরুর খড় কাটার জন্য পালুই থেকে খড় বের করতে গিয়ে কোন এক বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির আউসগ্রাম থানার উক্তি গ্রামের ঘটনা মৃত ব্যক্তির নাম হেলা মেটে(৬০) মৃতের পরিবার সূত্রে জানা গেছে গতকাল সকাল ৯টা নাগাদ গরুর খড় কাটার জন্য পালুই থেকে খড়বের করার সময় তার ডানহাতে সাপে কামড়ে দেয়। বাড়িতে জ্বালা যন্ত্রণা শুরু হওয়ার পর তাকে প্রথমগুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হলে গতকাল রাতে তার মৃত্যু হয়