মেখলিগঞ্জ: ফিরিঙ্গির ডাঙ্গা এলাকায় টোটো উল্টে যখম এক যুবতী সহ মোট চারজন
টোটো উল্টে যখম এক যুবতী সহ চার। বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিন বড়ো হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ফিরিঙ্গির ডাঙ্গা এলাকায়। জানা যায়, যাত্রী নিয়ে একটি টোটো হলদিবাড়ি আসার পথে ফিরিঙ্গির ডাঙ্গা এলাকায় রাস্তায় বাঁক নিতে উল্টে পরে যায়। এতে চালক সহ চারজন আহত হয়। আহতরা হলেন রিনি সরকার (১৯), রসনা খাতুন (৪৩) দুজনের বাড়ি ও-ই এলাকাতেই। অপরদিকে ইন্দ্রজিৎ বর্মন নামের হুদুম ডাঙ্গার এক যাত্রী আহত হয়। তবে টোটো চালকের নাম জানা যায়নি।