স্বাধীনতার এত বছর পর আজও সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত পুরুলিয়া জেলার হুড়া ব্লকের মোতিপুর গ্রামের শবরটোলার মানুষজনরা।গ্রামবাসীদের ক্ষোভ সরকারের কোনো প্রকার প্রকল্প মিলেনি।রাস্তা নেই,ভাতা পায়নি,আবাসে বাড়ি মিলেনি।নেই কর্মসংস্থান।শীতবস্ত্র থেকে খাবার নিয়ে মোতিপুর শবরটোলায় গিয়ে তাদের পাশে দাঁড়ালেন বিজেপির পঞ্চায়েত প্রধান সন্দীপ সিং সর্দার।শনিবার বিকাল পাঁচটার সময় গ্রামে মানুষের হাতে তুলে দিলেন খাবার ও শীত বস্ত্র।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।