ব্যারাকপুর ২: খড়দহে নিখোঁজ সপ্তম শ্রেণীর পড়ুয়া সম্রাট দাস, ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ
খড়দহে নিখোঁজ সপ্তম শ্রেণীর পড়ুয়া সম্রাট দাস, ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ খড়দহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পানশিলা খালপাড় এলাকার বাসিন্দা খড়দহ কল্যাণ নগর বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র সম্রাট দাস সোমবার সকালে বাড়ি থেকে বের হয় এই দিন তার স্কুলে পরীক্ষার খাতা দেখানোর কথা ছিল কিন্তু স্কুল সময়ে পেরিয়ে যাওয়ার পরেও ছাত্র বাড়ি না ফেরায় বাড়ির সদস্যরা খোঁজখবর শুরু করেন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও খবর পাওয়া যায়নি সম্রাটের ।