স্কুলের ছাত্র ছাত্রীদের টাকা অপব্যবহার হচ্ছে, বে-আইনি ভাবে কর্মী ছাটাই সহ একাধিক দাবি নিয়ে কাশীপুর থানার সোনাথলী গার্লস স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ডেপুটেশন দিলেন এলাকার বাসিন্দারা।বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার সময় ডেপুটেশন দিয়ে এসে, সোনাথলী এলাকার বাসিন্দা লক্ষ্মীকান্ত ঘোষাল বলেন স্কুলে অরাজকতা, স্বজনপোষণ চলছে।ছাত্রছাত্রী আসা টাকা অপব্যবহার হচ্ছে। দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষিকা ও সভাপতি বে-আইনি ভাবে দু:স্থ পরিবারের কাজের মহিলাদের ছাটাই করছ