কাশীপুর: রাজবংশের প্রথা মেনে কাশীপুর দেবী বাড়িতে শুরু হলো ঐতিহ্যবাহী দুর্গাপূজা
দীর্ঘ কয়েকশো বছরের প্রাচীন পঞ্চকোট রাজবংশের দুর্গা পুজো শুরু হয়ে গেলো আজ থেকেই। রাজবংশের প্রথা মেনে কাশীপুরের দেবী বাড়িতে শুরু হলো এই ঐতিহ্যবাহী দুর্গা পুজোর। এখানে দেবী পূজিতা হন রাজরাজেশ্বরী রূপে, চতুর্ভূজা অষ্টধাতুর মূর্তিতে এক বিশেষ মাহাত্ম্য নিয়ে।রাজবংশের উত্তরসূরী সোমেশ্বর লাল সিং দেও বলেন বলী প্রথা আছে। আগে প্রতি মঙ্গলবার বলী হতো।এখন হয় না।সারা বছর ধরে হয় পূজো।আড়ম্বর নেই কিন্তু পূজায় কোনো খামতি থাকে না।সোমবার বিকাল সাড়ে পাঁচটার সময় তিনি ঠিক কি প্র