ব্যারাকপুর ২: বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এলাকায় পুলিশ আউটপোষ্ট বসানোর দাবী সজল ঘোষের
বরানগর শম্ভুনাথ দাস লেন এলাকায় স্বর্ণ ব্যবসায়ী শংকর জানাকে দুষ্কৃতীরা খুন করে লুঠ করে নিয়ে গিয়েছিল সোনার গহনা।সেই ঘটনাস্থল পরিদর্শনে আসলেন বিজেপি নেতা সজল ঘোষ।একের পর এক ঘটনার জন্য পুলিশের ভূমিকাকে দায়ী করলেন পাশাপাশি এলাকায় পুলিশ আউট পোস্ট বসানোর দাবি করলেন সজল ঘোষ।