বিনপুর ২: চুনপাড়া সার্বজনীন রাস পূর্ণিমা উৎসবে মেতে উঠলেন সাঁকরাইল ব্লকের চুনপাড়া গ্রামের মানুষজন
চুনপাড়া সার্বজনীন রাস পূর্ণিমা উৎসবে মেতে উঠলেন সাঁকরাইল ব্লকের চুলপাড়া গ্রামের মানুষজন। বুধবার রাস পূর্ণিমা উপলক্ষে সাঁকরাইল ব্লকের চুনপাড়ায় হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় চুনপাড়া সার্বজনীন রাস পূর্ণিমা উৎসব কমিটির তরফ থেকে। জানা গিয়েছে, এই রাস পূর্ণিমা উপলক্ষে হরিনাম সংকীর্তন দেখতে ভিড় জমায় সাঁকরাইল ব্লকের অঙ্গারনালি, বাঁকড়া সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামের বহু মানুষজন।