ইতিমধ্যে স্বরূপনগর ব্লক প্রশাসনের বিডিও বিষ্ণুপদ রায় এবং ব্লক প্রশাসনের বড়বাবু সুমন কল্যাণ সাহা একই সাথে কর্মস্থল থেকে বদলির নির্দেশ পেল | বিডিও বিষ্ণুপদ রায় -নদিয়াতে ডিএমডিসি পদে পদোন্নতি নিয়ে স্বরূপনগর থেকে বিদায় নিলেন সাথে সাথে স্বরূপনগর ব্লক প্রশাসনের বড়বাবু সুমন কল্যাণ সাহা তিনি গোসবা ব্লকের জয়েন্ট বিডিও হিসেবে পদোন্নতি নিয়ে সেখানে যোগদান করবেন বলে ব্লক সূত্রে জানা যায়। আজ বিকাল সাড়ে চারটা নাগাদ স্বরূপনগর ব্লক কর্মচারীদের ঐকান্তিক প্রয়াসে