বসিরহাট ২: পাকিস্তানে বন্দি মমিনপুর এলাকার দুই মৎস্যজীবী, জীবিত ফিরে পেতে সরকারের কাছে আরজি পরিবারের
দাস ও সুজয় দাস দুই মৎস্যজীবী কেরালায় ট্রলারে মাছ ধরার কাজ করতেন । এদের বাড়ি উত্তর ২৪পরগনার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর গ্রামে। কেরালা থেকে গুজরাটে গিয়েছিল মাছ ধরতে । সমুদ্রে মাছ ধরার সময় জল সীমান্ত অতিক্রম করলেই পাকিস্তানি বাহিনী হাতে ধরা পড়ে। এখনো তারা পাকিস্তানে করাচি জেলে বন্দী রয়েছে। বৃহস্পতিবার সকল দশটা নাগাদ তাদের পরিবার বলেন-আমাদের সঙ্গে ৮ মাস আগে ভিডিও কলে কথা হয়েছিল, চিঠি আদান-প্রদান হত, তারপরে আর যোগাযোগই নেই দীর