পূর্বস্থলী ২: মোবাইল নিয়ে ঘাটাঘাঁটি, মোবাইল নিয়ে নেয়ার পরই পরের দিন সকালে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য হাটসিউড়ি এলাকায়
বিয়ের বাড়ি থেকে ফিরে আসার পর মোবাইল নিয়ে ঘাটাঘাঁটি। মোবাইল নিয়ে নেয়ার পরই পরের দিন সকালে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পূর্বস্থলী থানার অন্তর্গত নিমদহ পঞ্চায়েতের হাটসিউড়ি এলাকায়। এদিন মৃতর জেঠু তিনি বলেন, কারণে এমন ঘটনা সে ঘটালো সে বিষয়ে পষ্ট কিছু জানতে পারছি না। তবে মোবাইল নিয়ে ঘাটাঘাঁটির জন্য তার মা মোবাইল কেড়ে কারণে এমন ঘটনা ঘটিয়েছে বলে অনুমান এবারের লোকজনে দের। সোমবার কালনা হাসপাতালে হল মৃতদেহের ময়নাতদন্ত।