নাকাশিপাড়া: নবমী রাত্রিতে ধর্মদা যুব সংঘে মহাপ্রসাদ বিতরণ আগত দর্শনার্থীদের মধ্যে
ধর্মদা যুব সংঘর পুজো এবছর তাদের পুজোর উদ্বোধন করেন কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র ও নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। পরে বিধায়ক, বিডিও, সমাজসেবী গন সকলে উপস্থিত ছিলেন। নবমী পূজোয় পরিষ্কার আকাশ থাকায় দর্শনার্থীদের ঢল নামে। নবমীর রাতে খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হয় দর্শনার্থীদের মধ্যে।