কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাজনৈতিক অপব্যবহারের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের ভরতপুরে বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করল ভরতপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। সল্টলেকের আই-প্যাক অফিসে সাম্প্রতিক ইডি হানার প্রতিবাদে এই কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন, ব্লক সভাপতি নজরুল ইসলাম, জেলা আইএনটিটিইউসি-র সহ-সভাপতি আব্দুল বারী, জেলা পরিষদ সদস্য বাবর আলী সেখ, যুব ব্লক সভাপতি মহম্মদ রানা, মহিলা নেত্রী আহানা সুলতানা সহ দলীয় কর্মীরা।