জমি মাপযোগকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে মারামারির ঘটনায় আহত হয়েছে চার জন। আহতদের স্থানীয় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের যাদবপুর গ্রামে। দুপুর বারোটা নাগাদ দু পক্ষই পরস্পরের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশে ঘটনাটি তদন্ত করে দেখছে।