আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাশিপুরে পরিবর্তন সভা বিজেপির। বুধবার বিকাল সাড়ে পাঁচটার সময় কাশিপুর ব্লকের অন্তর্গত কাপিষ্ট মোড় অনুষ্ঠিত হয় পরিবর্তন সভা। বিজেপির কাশিপুর মণ্ডল ৪ এর উদ্যোগে আয়োজিত হয় প্রকাশ্য সমাবেশ। উপস্থিত ছিলেন কাশিপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা, বিধানসভার কনভেনার পরান বাউরি, ব্লকের কো-কনভেনার প্রকাশ মাহাত, বিজেপি নেতা মলয় মিশ্র, দিলীপ মাহাত, অনিল মাহাত প্রমুখ। এদিনের সভায় বিধায়ক কমলাকান্ত হাঁসদা, বলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল