মেখলিগঞ্জ: মেখলিগঞ্জের ভোটবাড়িতে SIR আতঙ্ক! ২০০২-এর ভোটার তালিকায় ‘অন্যের নাম’—২৩ পরিবারের নাগরিকত্ব প্রশ্নে চরম হয়রানি
মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকার ৮৪ নম্বর বুথে প্রায় ২৩টি পরিবার তীব্র উদ্বেগে রয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ায় তাদের ৩ নম্বর ফর্মে আবেদন করতে বাধ্য করা হয়েছে। অভিযোগ, ফর্ম জমা দেওয়ার পর নির্বাচন কমিশনের অ্যাপে তাদের ভোটার কার্ড নম্বরের সঙ্গে অন্য ব্যক্তির নাম দেখা যাচ্ছে। সোমবার বিকেলে আমাদের ক্যামরার সামনে দাঁড়িয়ে আব্দুল রেজ্জাক জানান, "বহু প্রজন্ম ধরে এখানে বাস"।