বিষ্ণুপুর: দেওয়াল চাপা পড়ে জখম বৃদ্ধাকে বিষ্ণুপুর মহাকুমা হাসপাতালে দেখতে এলেন জয়পুর ব্লকের তৃণমূল কর্মী মুজিবর কাজী
দেওয়াল চাপা পড়ে জখম বৃদ্ধাকে বিষ্ণুপুর হাসপাতালে দেখতে এলেন জয়পুর ব্লকের কর্মী মুজিবর কাজী। ভক্তি ঢালী নামে ওই বৃদ্ধা, দুপুরে রান্না চালায় বসেছিলাম সেই সময় মাটির দেওয়াল ভেঙে পড়ে তাতে তিনি চাপা পড়েন।