নাকাশিপাড়া: বেথুয়াডহরিতে বিসর্জনের শোভাযাত্রায় ব্যবসায়ী কল্যাণ সমিতির সহায়তা শিবির ও লোকনাথ বাবা জলছত্রের জল দান
প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বের হয় বেথুয়াডরিতে আর সেই জন্য জাতীয় সড়কের দুপাশে রাস্তা দোকান বাজারের সামনে লাখ খানেক মানুষের ভিড় ।শোভাযাত্রায় দর্শনার্থীদের সহায়তা করার জন্য বেথুয়াডহরি ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে তৈরি করা হয় সহায়তা মঞ্চ। এই মঞ্চ থেকেই সাহাপাড়া লোকনাথ সেবা সংঘের পক্ষ থেকে প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষের মধ্যেপানীয় জল এবং চকলেট পরিষেবা দেওয়া হয়।