ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে চরম হেনস্থা ও নৃশংসতার শিকার হতে হলো বাংলার এক ব্যবসায়ী। বিহারে ফেরি করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে নির্মমভাবে আক্রান্ত হলেন মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সুরপাড়া এলাকার বাসিন্দা জাহির সেখ। যদিও এই ঘটনায় রাজ্য ও কেন্দ্র সরকারকে আক্রমণ ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিকের। জানা গিয়েছে, দীর্ঘ বছর ধরে বিহারের বিভিন্ন প্রান্তে চুলের ব্যবসা করতেন জাহির সেখ।