রঘুনাথগঞ্জ ১: ম্যাকেনজি পার্কে রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ, তদন্তে নেমেছে ভূমি দপ্তর
ম্যাকেনজি পার্কে রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ! তদন্তে নেমেছে ভূমি দপ্তর।মুর্শিদাবাদের জঙ্গিপুর শহরের প্রাণকেন্দ্র ম্যাকেনজি পার্ক ময়দানের পাশে অবস্থিত একটি প্রাচীন পুকুর নিয়ে ফের শুরু হয়েছে মাটি ভরাটের কান্ড। অভিযোগ, রাতের অন্ধকারে বেআইনিভাবে পুকুরটি ভরাট করছে একাধিক প্রোমোটার। যদিও ঠিক কারা এই ঘটনার পেছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। রাতের আলোতে ট্রাক্টরের মাটি নিয়ে দাপাদাপি পুলিশ প্রশাসন কেউ দেখতে পানন