সোমবার দিন বিজেপি সিউড়ি র নগর মণ্ডল কার্যালয় উপস্থিত হয়েছিলেন বীরভূম জেলা বিজেপির নবনির্বাচিত জেলা সভাপতি উদয় সংকর বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাকে সংবর্ধনা দেওয়া হয় সিউড়ি শহর বিজেপির পক্ষ থেকে।
সিউড়ি ১: সিউড়ির নগর মণ্ডল কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন বীরভূম জেলা বিজেপির সভাপতি, আর সেখানেই তাকে সংবর্ধনা দেয়া হলো - Suri 1 News