বৃহস্পতিবার আনুমানিক রাত্রি এগারোটা সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার বড়জোড়ায় বেলিয়াতোড়ে বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বড়জোড়া ব্লক তৃণমূল STসেলের নবনির্বাচিত নেতৃত্বদের সংবর্ধনা প্রদান করল বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেস । উপস্থিত ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায় সহ নবনির্বাচিত ST সেলের নেতৃত্বরা ।