বাংলাদেশে সনাতনী যুবক দিপু দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল নদীয়ার বেথুয়া ডহরি।এবিভিপির ডাকে বেথুয়া ডহরি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর তীব্র বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় এবিভিপির ছাত্রছাত্রীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু বাংলাদেশেই নয়, এই দেশেও একের পর এক সনাতনীদের উপর আক্রমণ বাড়ছে। বাংলাদেশে দিপু দাসের হত্যাকাণ্ড তারই জ্বলন্ত উদাহরণ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন।