গলসি ২: শ্যামা পূজা ও ছট পূজা উপলক্ষে গলসি থানার উদ্যোগে এক সমন্বয় সভার আয়োজন করা হয় গলসি থানায়
শ্যামা পূজা ও ছট পূজা উপলক্ষে গলসি থানার উদ্যোগে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। শুক্রবার বিকেল ৫টায় গলসি থানার সভাগৃহে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ডি.এস.পি (ডিইবি) রামকুমার মণ্ডল, সি.আই শৈলেন্দ্র উপপাধ্যায়, গলসি থানার ভারপ্রাপ্ত অফিসার উত্তাল সামন্ত, মেজবাবু বুদ্ধদেব ঘোষ সহ ব্লক প্রশাসনের প্রতিনিধিরা ও এলাকার ১৫০টি পূজা কমিটির সদস্যরা। এই পূজাগুলি যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন হয় তার আলোচনা হয় এদিন।