সিউড়ি ১: নাবালিকা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই সহপাঠীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ সিউড়ি JJB-র
শুক্রবার দিন ১৪ বছরের এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই দুই সহপাঠীর বিরুদ্ধে। সেই ঘটনায় অভিযুক্ত দুই সহপাঠীকে শনিবার দিন সিউড়ি JJB তে পেশ করা হলে তাদেরকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। শনিবার দিন সেই বিষয়ে সমস্তটাই জানালেন সিউরি আদালতে সরকারিয়া আইনজীবী অনিন্দ্য সিংহ।