মাটিগাড়া: NBMCH এ কিডনির অপারেশন করানোর নাম করে প্রতারণা, মারধরের অভিযোগ, আটক দুই
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রমরমা দালাল চক্রের অভিযোগ! দ্রুত কিডনির অপারেশন করিয়ে দেওয়ার নাম করে রোগীর পরিবারের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।তবে অপারেশন থিয়েটার থেকে চিকিৎসক রোগীকে ফেরত পাঠলো দালালকে দেওয়া টাকা ফেরত চায় রোগীর পরিবার। এতেই রোগীর পরিবারের লোকেদের মারধর করে দালালরা।ঘটনায় ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দুই ঠিকা কর্মীকে আটক করেছে মেডিক্যাল ফাঁড়ির পুলিশ।