ভাঙড় ১: নওশাদ সিদ্দিকী বিভাজনের রাজনীতি করছে এমনই মন্তব্য করলেন সওকাত মোল্লা
আজ অর্থাৎ শনিবার বিকাল চারটে নাগাদ ভাঙড় বিধানসভার দলীয় কর্মীদের শারদীয় দুর্গোৎসবের উপহার প্রদান করলেন এলাকার পর্যবেক্ষক শওকত মোল্লা। তিনি বলেন,"মাইকে বলবে হিন্দু মুসলিম আদিবাসী,আর মাইক থেকে নেমে গিয়ে উস্কানি দেবে হিন্দু মুসলমানের বিভাজন।"সরাসরি শুনাবো সেই বিস্ফোরক মন্তব্য