গোসাবা: SIR এর বিরোধিতায় গোসাবায় তৃণমূলের প্রতিবাদ ও নির্বাচিত জনপ্রতিনিধি সমাবেশের আয়োজন করা হলো সোমবার বিকেল তিনটে নাগাদ
গোসাবা ব্লকের গোসাবা বাজার সংলগ্ন দুর্গা মণ্ডপ প্রাঙ্গনে SIR এর বিরোধিতায় গোসাবা ব্লক তৃনমূল কংগ্রেসের ডাকে তৃণমূলের প্রতিবাদ ও জন প্রতিনিধি সমাবেশের আয়োজন করা হয় সোমবার বিকালে।এদিনের এই প্রতিবাদ ও জন প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি জয়দেব হালদার,মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্তের কর্মাধক্ষ জাহাঙ্গীর খান,গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মন্ডল,গোসাবা ব্লক নেতৃত্বরা।