বর্ধমান ১: বর্ধমান স্টেশনে ফের পদপৃষ্ঠের ঘটনা,আহত ৬,ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেলে
রেল যাত্রী ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, ৫ টা ১৫ থেকে ৫ টা ২৫-এর মধ্যে ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে নামা ওঠার সিঁড়িতে। সূত্রের খবর,৫ নং প্লাটফর্মে হলদীবাড়ি এক্সপ্রেস ও ৪ নং প্লাটফর্মে আসা হাওড়া মেইন লাইন লোকালের যাত্রীদের মধ্যে ট্রেনে চাপা ও নামার হুড়োহুড়িতে দুর্ঘটনাটি ঘটে আহতদের মধ্যে ৩ জন মহিলা ও ৩ জন পুরুষযাত্রী আছেন।হাসপাতালসূত্রে জানা গেছে,৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা স্থিতিশীল হলেও ২ জনের আঘাত গুরুতর।