বনগাঁ: দীপাবলির আগে শব্দবাজির বিরুদ্ধে অভিযানে গোপালনগর থানা, নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেপ্তার ব্যবসায়ী
দীপাবলির আগে শব্দবাজির বিরুদ্ধে অভিযানে গোপালনগর থানা, নিষিদ্ধ শব্দবাজি সহ গ্রেপ্তার ব্যবসায়ী নিষিদ্ধ শব্দবাজি সহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে গোপালনগর থানার পাঁচপোতা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল তার দোকানে হানা দেয় পুলিশ। দোকানে তল্লাশি চালিয়ে আড়াই থেকে তিন কিলো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ। ধৃতকে আজ দুপুর একটা নাগাদ বনগাঁ মহকুমা আদালতে পেশ ।