জাগো নারী জাগো বহ্নি শিখার আহবানে নারীর মর্যাদা রক্ষায় অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হবে আগামী 9 থেকে 16 ডিসেম্বর। সারা পশ্চিমবাংলার চারটি প্রান্ত থেকে হাজার হাজার মানুষের অঙ্গীকার যাত্রা শুরু হবে। কোচবিহার পুরুলিয়া কাকদ্বীপ এবং ঝাড়গ্রাম থেকে কেন্দ্রীয় মিছিল গিয়ে মিলিত হবে, আগামী ১৬ই ডিসেম্বর দামিনী দিবসে কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে।