ভাঙড় ২: পশ্চিমবঙ্গে সরকার নয় সার্কাস চলছে বলে কটাক্ষ নওশাদ সিদ্দিকীর,পাশাপাশি কটাক্ষ শওকত মোল্লাকেও
আজ অর্থাৎ রবিবার বিকাল সাড়ে ৪ টে নাগাদ ভাঙ্গড়ের জিরেনগাছায় জনসংযোগ করেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী।এদিন আবারো শওকত মোল্লার বলা মন্তব্য টেনে এনে তীব্র কটাক্ষ করেন তিনি, তিনি বলেন,"সাধারণ মানুষকে উত্তেজিত না করে সৎ সাহস থাকলে নিজে সাংবাদিকদের গায়ে হাত তুলুন।"পাশাপাশি এও বলেন,'একটা সাংবাদিক বন্ধুদের গায়ে হাত উঠলে তাকে আইনের দড়ি বেঁধে টানতে টানতে বিচার করা হবে'।