নারায়ণগড়: কাশিপুর অঞ্চলে নবনির্মিত ঢালাই রাস্তার উদ্বোধন হলো
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কাশিপুর অঞ্চলের রাসপাতা মোড় থেকে শিমুল ডাঙ্গা পর্যন্ত নতুন ঢালাই রাস্তা বানানো হয়েছে। বৃহস্পতিবার উক্ত নবনির্মিত ঢালাই রাস্তার উদ্বোধন করা হলো ফিতে কেটে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিহীর চন্দ, পূর্ত কর্মদক্ষ সুকুমার জানা, তুষার কান্তি বেরা,রবীন্দ্রনাথ ধাওড়িয়া সহ অন্যান্যরা।