সিঙ্গুর: সিঙ্গুরের রক্তাক্ত অতীতের স্মরণে খাসেরভেড়ীতে স্মরণসভা
সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ বেড়াবেরি গ্রাম পঞ্চায়েতের খাসেরভেড়ী গ্রামে অনুষ্ঠিত হলো ২০০৬ সালের ২ ডিসেম্বরের ঘটনাবলির স্মরণসভা। সেদিন সিঙ্গুরের অনিচ্ছুক কৃষক ও কৃষক-রমণীদের ওপর তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ বাহিনীর নৃশংস ও বর্বরোচিত অত্যাচারের যে রক্তাক্ত ইতিহাস রচিত হয়েছিল, তার স্মৃতিচারণে আজ এলাকার মানুষ ও আন্দোলনকারীরা একত্রিত হন।