সালানপুর: কুলটি ও সালানপুর ব্লকে সাড়ম্বের সহিত পালন করা হচ্ছে বিশ্বকর্মা পুজো
কুলটি ও সালানপুর ব্লকে সাড়ম্বের সহিত পালন করা হচ্ছে বিশ্বকর্মা পুজো আজ ১৭ই সেপ্টেম্বর সারা দেশের সাথে রাজ্য জুড়ে আজকের দিনটি পালন করা হচ্ছে। রাজ্যের সমস্ত জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে আজ সকাল থেকে সাড়ম্বের সহিত দিনটি পালন করা হচ্ছে মূলত আজকের দিনটি অর্থাৎ বিশ্বকর্মা পুজো লোহ কারখানা গাড়ি চালক গাড়ির মালিক এবং লোহ ইস্পাত সঙ্গে জড়িত ব্যবসায়ী গণ আজকের দিনে ভগবান বিশ্বকর্মা আরাধনা করে থাকেন। ঠিক সে দৃশ্য দেখা কুলটি এবং সালানপুর ব্লকের বিভিন্ন জায়