গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুরের আসনবনী গ্রামে সাপের কামড়ে জখম কিশোর কে চিকিৎসার জন্য আনা হল গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে #
বাড়িতে খেলার সময় গোপীবল্লভপুরের আসনবনী গ্রামে সাপের কামড়ে জখম এক কিশোর। ঘটনার পর কিশোরকে ভর্তি করা হয়েছে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, কিশোরের নাম অভিজিৎ ভুঁইয়া,বয়স ১৩ বছর । বাড়িতে খেলার সময় শনিবার সাপের কামড় খায় ওই কিশোর। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করেন বাড়ির লোকজন।