গোসাবা ব্লকের কুমিরমারী GPর বদন পাড়ায় ৬৩০ ফুট কংক্রিটের রাস্তার কাজের সূচনা করলেন কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবনী মন্ডল শুক্রবার দুপুরে,উপস্থিত ছিলেন কুমিরমারী GPর উপ প্রধান দেবাশীষ মন্ডল,কুমিরমারী অঞ্চল তৃনমূল সভাপতি অঙ্কন মন্ডল সহ এলাকার জন প্রতিনিধিরা।কুমিরমারী GPর বদন পাড়ায় ৪নং খেয়া ঘাট থেকে বড় ঠাকুরের মন্দির পর্যন্ত ৬৩০ ফুট কংক্রিটের রাস্তার কাজের সূচনা করা হয়।কুমিরমারী GP পঞ্চায়েতের উদ্দ্যোগে ৫ লক্ষ ১০হাজার টাকা ব্যয় করে এই রাস্তা হবে।