পুরাতন মালদা: বীরভূমের ঘটনার প্রতিবাদে মালদা থানা ঘেরাও করে বিক্ষোভ আদিবাসী সেঙ্গেল অভিযানের
পুরাতন মালদা: পশ্চিমবঙ্গ জুড়ে আদিবাসী নাবালিকা ছাত্রীদের ওপর একের পর এক শীলতাহানি, ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার থানা ঘেরাও কর্মসূচি পালন করল আদিবাসী সেঙ্গেল অভিযান ও যেডিপি। সোমবার দুপুর প্রায় দু’টো নাগাদ সংগঠনের নেতা-নেত্রী ও কর্মীরা মিছিল করে এসে মালদা থানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, বীরভূমে এক আদিবাসী নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করা হয়, তারপর নির্মমভাবে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয